দামের গরমিলেই সামনে চলে এল শিশু বিক্রির পরিকল্পনা, কুচবিহারের ঘটনা
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ২৫শে মে, ২০১৮: নিজের দু মাসের কন্যা সন্তান কে মাত্র কুড়ি হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠলো মায়ের বিরুদ্ধে। কুচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। গত এক মাস আগে ঘটে গেলেও, টাকার অঙ্ক গরমিল হওয়ায় ঘটনাটি সামনে চলে আসে। অভিযুক্ত “মা” লক্ষী রায় জানান শিশু কন্যা হওয়ার পর তার এক প্রতিবেশি মহিলা কে তিনি বিক্রি করে দেবার প্রস্তাব দেন, সেই প্রতিবেশি আবার আরেকজনের সাথে যোগাযোগ করিয়ে দেন তাকে। এরপর গতকাল শিশুটিকে যারা কিনেছেন তাদের সাথে দেখা হয়ে গেলে টাকার অঙ্ক সামনে চলে আসে। লক্ষী রায় জানান তার শিশুকে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা হলেও তাকে কুড়ি হাজার টাকা দেওয়া হয়। এই ঘটনার পর টাকা নিয়ে প্রতিবেশি সেই মহিলার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন লক্ষী রায় আর তাতেই শিশু বিক্রির ঘটনা চাউর হতে সময় লাগেনি। শহরের এই ঘটনায় নড়েচড়ে বসেন জেলা প্রশাসন। তড়িঘড়ি লক্ষী রায়ের বাড়ি ছুটে যান কোতয়ালী থানার আই.সি শ্রী সমীর পাল। এরপরেই শিশু সুরক্ষা দপ্তরের কর্মীরা লক্ষী রায় কে আগামীকালের মধ্যে এই শিশু সহ তাদের দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেন। যদিও, শিশু বিক্রি অপরাধ জেনেও মূলত দারিদ্রতা কে যুক্তি হিসেবে দেখিয়ে তিনি তার শিশু কন্যা কে বিক্রি করেছেন তা জানাতে ভোলেননি লক্ষী রায়।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)