মেখলীগঞ্জে দুর্ঘটনাগ্রস্থ ট্রাক থেকে উদ্ধার বিপুল পরিমাণে অবৈধ গাঁজা

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ২১শে মে, ২০১৮: গত ১৯ তারিখ মেখলীগঞ্জের জামালদহে দুটি ট্রাকের মুখমুখী সংঘর্ষে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা৷ গাঁজা বহনকারী ট্রাকটি কুচবিহার হয়ে শিলিগুড়ি যাচ্ছিল। মাঝ পথে দুর্ঘটনার কবলে পরে ট্রাকট। সেই সময়েই ওই ট্রাক থেকে উদ্ধার হয় এই গাঁজা৷ দুর্ঘটনার পর পালিয়ে যায় গাড়ির চালক। তবে আহত খালাসী হাসপাতালে ভর্তি আছে৷ গাড়ির মালিক ধরা না পরায় পুলিশ গাঁজা গুলোকে সড়িয়ে রাখতে পারেনি৷ আজ এক উচ্চ পর্যায়ের নির্দেশে মেখলীগঞ্জের বিডিও শ্রী বিরূপাক্ষ মিত্র এবং মেখলীগঞ্জ পুলিশ ট্রাক থেকে গাঁজা গুলো সড়িয়ে নিয়ে পরিমাপ করে। মোট ৮১ কেজি গাঁজা পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানানো হয়৷ সূত্রের খবর, ট্রাকের চালক এবং মালিক এ পর্যন্ত ধরা না পরায় আজ পুলিশ একটি মামলা রুজু করে গাঁজা গুলিকে বাজেয়াপ্ত করে৷ তবে এত বিপুল পরিমাণ গাঁজা ঠিক কথা থেকে আসছে, এবং কারা এই চক্রে জরিত এখনও পর্যন্ত প্রশাসনিক আধিকারিকদের কাছে স্পষ্ট নয়৷ তবে প্রাথমিকে তদন্তে পুলিশের অনুমান, মনিপুর থেকে এই গাঁজা পাচার হচ্ছিল। মেখলীগঞ্জের বিডিও শ্রী বিরূপাক্ষ মিত্র জানান “আইনের নীতি অনুযায়ী পুলিশ মামলা রুজু করেছে, কোর্টে যাবার পর পুলিশ ইনভেস্টটিগেসন করবে”৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!