ফালাকাটায় বীভৎস পথ দুর্ঘটনায় ছিন্নভিন্ন হল সাইকেল আরোহীর দেহ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ২১শে মে, ২০১৮: ফালাকাটার ধূপগুড়ি মোড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহী। প্রত্যক্ষ দর্শীরা বলেন, সাইকেল আরোহী রামকৃষ্ণ কলোনী থেকে সাইকেলে চালিয়ে মেইন রোডে উঠছিল সে সময় ফালাকাটা ট্রাফিক মুখী একটি মাল বোঝায় ডাম্পার আসছিল। সেই ডাম্পারের সামনের চাকায় প্রথমে সাইকেল আরোহী বারি খেয়ে পরে যায় এরপর ওই ডাম্পারের পিছনের চাকা সাইকেল আরোহীর নিম্নাঙ্গ পিষে ছিন্ন বিছিন্ন করে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহীর। ঘটনাস্থলে পুলিশ আসে ফালাকাটা দমকলে খবর দিলে দমকল এসে রাস্তায় লেগে থাকা রক্ত ধুয়ে দেয়। খবর লেখা পর্যন্ত দুর্ঘটনায় মৃত সাইকেল আরোহীর নাম পরিচয় জানা জায়নি। তবে অনেকে মনে করছেন তার বাড়ি কুচবিহার জেলার ফুলবাড়ীতে। এই ঘটনায় কিছুক্ষণ পথ অবরোধ চলায় বন্ধ থাকে ফালাকাটা – শিলিগুড়ি, ফালাকাটা – জলপাইগুড়ি, ফালাকাটা – বীরপাড়া, কুচবিহার – শিলিগুড়ি, কুচবিহার – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার – শিলিগুড়ি প্রভৃতি রুটের গাড়ি চলাচল। পরে পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)