শান্তিপূর্ণভাবে পুনরায় ভোটদান সম্পন্ন হল শিলিগুড়ির অদূরে ফুলবাড়ির ২ বুথে
শুভম ঘোষ (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২০শে মে, ২০১৮: আজ আশানুরূপ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের ভোটগ্রহণ পর্ব। ভোট গণনার পরে শাসক দলের বিরুদ্ধে ব্যালট লুঠের অভিযোগ তোলে বিরোধীরা। এরপর গণনায় স্থগিতাদেশ জারি করে ইলেকশন কমিশন। পরবর্তীতে আজ এই দুটি বুথে ভোট গ্রহণ নেওয়া হয় পুনরায়। এখানে র্যাফ মোতায়েন করা হয়েয়। সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়। আজ ভোট দিলেন ১ হাজার ৫৩৩ জন। ভোটদান শুরুর সঙ্গে সঙ্গেই তৃনমূল এবং বিজেপির প্রার্থীদের ভোট কেন্দ্রের বাইরে দাড়িয়ে থাকছে দেখা যায়। বুথে ভিডিওগ্রাফি করা হয়। আগামীকাল কড়া নিরাপত্তায় এই ভোট গণনা করা হবে বিডিও অফিসে।
Facebook Comments