মেখলীগঞ্জে সীমান্তে লাগোয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রচার তুঙ্গে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মেখলীগঞ্জ, ৩০শে এপ্রিল, ২০১৮: ভারত -বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামগুলিতে শাসকদল তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার পর্ব অনেকটাই এগিয়ে। মনোনীত পার্থীরা আজ সমবেত হয়ে কুচবিহার জেলার মেখলিগঞ্জের ভারত – বাংলাদেশ সংলগ্ন প্রত্যন্ত কুচলিবাড়ি এলাকার সীমান্তবর্তী গ্রামগুলোতে ভোট প্রচারে বেড়িয়ে পরেন। আয়োজিত প্রচার সভায় মিছিল পর্বে সামিল হন মেখলীগঞ্জ ব্লক কনভেনর শ্রী উদয় রায়, তৃণমূল নেত্রী শ্রীমতী ফুলতি রায় এবং তৃণমূল যুব কংগ্রেস নেতা শ্রী ছোটন রায় সহ অনেকই৷ সীমান্ত ঘেঁষা এখানকার গ্রামগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সব রকমের উন্নয়ন প্রকল্পে সাহায্য করেছেন। এর কারনেই শাসক দল অনেকটাই এগিয়ে আছেন বলে দাবি করেন মেখলীগঞ্জ তৃণমূল শিবির। তাই ভোট প্রচারে পঞ্চায়েত ভালো কাজের সাথে কন্যাশ্রী, সবুজসাথি প্রকল্পের প্রচার পর্বের হাতিয়ার করা হয় এই প্রচার পর্বে৷ আজকের প্রচারে পঞ্চায়েত প্রার্থী সহ আরও পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থীরা সাধারণ মানুষের বাড়ি পৌঁছে যান৷ তৃণমূল নেত্রী শ্রীমতী ফুলতি রায় জানান -“সীমান্ত ঘেঁষা এই গ্রামে জন্মেছি, মানুষকে পাশে পেয়েছি, মানুষ আমাদের পাশে আছে। এবারের পঞ্চায়েত ভোটে বিরোধী শিবিরের ভোট শূন্যে হয়ে যাবে, এটা নিশ্চিত”৷ তবে, দেখার বিষয় আসন্ন পঞ্চায়েত ভোট যুদ্ধ ঠিক কি ছবি উঠে আসে সেটাই দেখার মেখলীগঞ্জের এই কুচলিবাড়ি এলাকায়৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)