কুচবিহারে ৫০২ বোতল অবৈধ মদ সহ আটক হল পুন্ডিবাড়ির এক বেক্তি
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৯শে এপ্রিল, ২০১৮: ৫০২ বোতল অবৈধ দেশী মদ সহ একজনকে গ্রেপ্তার করল কুচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। রবিবার একটি সাংবাদিক সম্মেলন করে কুচবিহারের জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে জানান প্রচুর পরিমাণ বেআইনি মদ সহ গ্রেপ্তার করা হয় সহদেব রায় নামের এক জনকে। ধৃত হল পুন্ডিবাড়ি থানার অন্তর্গত দক্ষিন মরিজবাড়ির বাসিন্দা। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে সহদেব রায়ের বাড়ি থেকেই এই বিপুল পরিমান মদ উদ্ধার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)
Facebook Comments