পাঞ্জিপাড়ায় রাতের অন্ধকারে তৃনমূলের পোস্টার ছিরল দুষ্কৃতিরা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই পাঞ্জিপাড়া ২৭শে এপ্রিল, ২০১৮: উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর – ১ ব্লকের অন্তর্গত পাঞ্জিপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। জানা গিয়েছে, রাতের অন্ধকারে তৃণমূলের প্রার্থী মহম্মদ রাহি’র পোস্টার ছেঁড়া হয়েছে। সকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকায় এসে পোস্টার ছেড়া দেখতে পেয়ে নেতৃত্বকে খবর দেয়। তৃণমূলের অভিযোগ, ফরওয়ার্ড ব্লকের কর্মীরাই পোস্টার ছিঁড়েছে। এই অঞ্চলে ফরওয়ার্ড ব্লকের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা এমন নোংরা রাজনীতি শুরু করেছে। এমন ঘটনা পরবর্তীতে ঘটলে তৃণমূল মেনে নেবেন না তাও স্পষ্ট করে দেয় নেতৃত্ব। অপরদিকে ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, এর আগে তৃণমূলের লোকেরাই ফরওয়ার্ড ব্লকের পতাকা জ্বালিয়েছে। কিন্তু তাঁরা কোনও অভিযোগ জানায়নি। কারন ফরওয়ার্ড ব্লক শান্তিপূর্ণ ভোট চায়। তৃণমূল নেতৃত্ব বিষয়টি পুলিশকে জানানোর পর, পুলিশ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতা মহম্মদ রাহী বলেন, এই অঞ্চলে ফরওয়ার্ড ব্লকের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা এমন নোংরা রাজনীতির খেলায় মেতেছে। এমন ঘটনা পরবর্তীতে ঘটলে আমরা মেনে নেব না। ফরওয়ার্ড ব্লক নেতা মহম্মদ সোরাব আলম বলেন, কিছুদিন আগে তৃণমূলের লোকেরাই আমাদের দলের পতাকা জ্বালিয়েছে। কিন্তু আমরা কোনও অভিযোগ জানাইনি। কারন ফরওয়ার্ড ব্লক শান্তিপূর্ণ ভোট চায়।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)