আলিপুরদুয়ারে নার্সিং ট্রেনিং স্কুলের হোস্টেলে ভয়াবহ আগুন
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই আলিপুরদুয়ার ২৭শে এপ্রিল, ২০১৮: শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সামনে নার্সিং ট্রেনিং স্কুলের হোস্টেলে আগুন লাগে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খদর পেয়ে দমকলের দুটি ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেল আনুমানিক চারটা নাগাদ আচমকাই হোস্টেলের দ্বিতীয় তলে আগুন দেখা যায়। শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। আগুনে প্রশিক্ষণরত ছাত্রীদের বিছানা সহ অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আশিপুরদুয়ার দমকল কেন্দ্রে। দমকলের দুটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)
Facebook Comments