মাদারিহাট – বীরপাড়া ব্লকে চিতা বাঘ খাঁচায় ধরা পড়ল
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৬শে এপ্রিল, ২০১৮: আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের লংকাপাড়া চা বাগানে ধরা পড়লো পূর্ণ বয়স্ক চিতাবাঘ। এলাকায় বেশ কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্ক গ্রাস করেছে। রাত হলে সবাই ঘরেই থাকতো। মাঝে মধ্যেই কারো বাড়ির মুরগি, ছাগল, ভেড়া, শুকর খেয়ে ফেলার ঘটনা সামনে আসলেও এতদিন অন্ধকারে ছিলেন এলাকার মানুষেরা। তবে চাপা আতঙ্ক ছিল এলাকা জুড়ে। ঘর থেকে বের হতে ভয় পেত সবাই। চিতাবাঘ ধরা পড়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লোকজন। বনাধিকারিকরা জানায় উদ্ধার হওয়া চিতাবাঘ জলদাপাড়া অভয়ারণ্যের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments