ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে আজ চলল অবৈধ দখল উচ্ছেদ অভিজান
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৮ই এপ্রিল, ২০১৮: বুধবার ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে অবৈধ দখল উচ্ছেদে নামলো পুরসভা। জানা গিয়েছে, এদিন সকালে অর্থমুভার ও ট্রাক্টর নিয়ে পুরসভার কর্মীরা ইসলামপুর বাস টার্মিনাসকে অবৈধ দখলমুক্ত করতে নামে। অবৈধ দখলকারীদের তাঁদের সামগ্রী সরিয়ে নিতে বলা হয়। এছাড়াও ইসলামপুর বাস টার্মিনাসের যাত্রী শেডের নিচে বসা দোকানদারদের আগামী এক সপ্তাহের মধ্যে তাঁদের সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পুরসভা। এদিন ইসলামপুর পুরসভার পুরকাউন্সিলর শ্রী প্রাণ গোপাল সাহা রায় ও তৃণমূল নেতা মহম্মদ শরিফের নেতৃত্বে একটি টিম পুর বাস টার্মিনাস এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। আগামী দিনে পুর এলাকার বিভিন্ন অবৈধ দখল মুক্ত করতে বিশেষ অভিযানে নামতে চলেছে পুরসভা। উল্লেখ্য, ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে মনীষীদের মূর্তি স্থলে বিভিন্ন দোকানদাররা তাঁদের পসার নিয়ে অবৈধ দখল করে রেখেছিল। পাশাপাশি বিভিন্ন পোস্টার ব্যানার ভর্তি হয়ে গিয়েছিল টার্মিনাসের সম্মুখ ভাগ। এছাড়া নোংরা আবর্জনায় মশা মাছির উৎপাতে পরিবেশ নষ্ট হয়ে উঠছিল। ইসলামপুর পুরসভার পুরকাউন্সিলর শ্রী প্রাণ গোপাল সাহা রায় বলেন, আজকে এখানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এরপরও আবার কেউ এলাকা দখল করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শেডের নিচের দোকানিদের সাত দিনের সময় দেওয়া হয়েছে উঠে যাবার জন্য। এছাড়াও খুব শীঘ্রই শহরজুড়ে বিশেষ অভিযানে নামা হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)