‘মুখ্যমন্ত্রী খুনোখুনির রাজনীতি করে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা দখল চায়’ – আবদুল করিম
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৬ই এপ্রিল, ২০১৮: “জনগনের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুনোখুনির রাজনীতি করে পশ্চিমবাংলায় গ্রাম বাংলার দখল নিতে চাইছে, তাহলে মমতার উন্নয়ন কোথায় হাওয়া হয়ে গেলো, মানুষ জেগে গিয়েছে, তাই মারের পাল্টা মার পড়ছে” রবিবার বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে এমনভাবেই শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ইসলামপুরের নয় বারের বিধায়ক তথা প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী আবদুল করিম চৌধুরী। বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি করিম সাহেব আরও বলেন, “চোপড়া, ইসলামপুর সহ উত্তর দিনাজপুর জেলা জুড়ে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যে সন্ত্রাস শুরু করেছে আমি ময়দানে নেমে তার যোগ্য জবাব দেব। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক খেলায় মেতেছেন যা চলতে দেওয়া যায় না। সংবিধানে বিরোধীদের প্রাধান্য দেবার উল্লেখ ও রয়েছে। আর তিনি বিরোধী শুন্য করতে চাইছেন। পঞ্চায়েত নির্বাচনে আমাদের দল থেকেও নির্দল প্রার্থী দেওয়া হয়েছে, কারণ আমরা রেজিস্ট্রেশন পেয়েছি কিন্তু প্রতীক পাইনি। এছাড়াও যোগ্য নির্দল প্রার্থীদের আমরা সমর্থন করছি। খুব শীঘ্রই আমি প্রচারে নামবো।মানুষ আমাকে চাইছে, তাই মানুষের ইচ্ছা তাদের প্রতি অন্যায় অবিচারের প্রতিবাদে আমি তাদের পাশে দাড়াই।তাই জনগণের দাবি মেনে আমি তাদের পাহারাদার হিসাবে থাকার জন্যই বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের সৃষ্টি। বহু মানুষ ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করছেন আশাকরি পঞ্চায়েতে আমাদের ফল ভালোই হবে”। এদিনের বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইসলামপুরের বিশিষ্ট শিল্পী শ্রীমতী বিউটি চক্রবর্তী। দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল করিম চৌধুরী। সব মিলিয়ে এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সামনে আব্দুল করিম চৌধুরী যে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন তা এদিনের বাংলা বিকাশবাদি কংগ্রেস দলের প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠানে উপস্থিত করিম অনুগামীদের ভিড় থেকেই আঁচ পাওয়া গেলো।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)