ভোটের সময় দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মেখলীগঞ্জে
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১২ই এপ্রিল, ২০১৮: দিনের আলোতে বাড়ির দরজা ভেঙ্গে সোনা আর রূপার পুঞ্জ নিয়ে চম্পট দিলো দুষ্কৃতি, হতবাক আর হতাশ এলাকাবাসী৷ ডাকাতির ভঙ্গিতে অভিনব এই চুরির ঘটনাটি ঘটে কুচবিহার জেলার মেখলীগঞ্জের চড়চড়াবাড়ি৷ জানা যায়, শ্রী মনরঞ্জন রায় নামে এক শিক্ষক এর বাড়িতে এই দুঃসাহসীক চুরি ঘটে, বাড়ির মালিক শ্রী মনরঞ্জন রায় এবং স্ত্রী শ্রীমতী মালতী রায় দুজনেই স্কুল শিক্ষক। স্কুল থেকে ফিরে বাড়িতে এসে দেখে ঘরের দরজা, আলমারি ভাঙ্গা, আলমারিতে রাখা সব সোনা এবং রূপা, টাকাপয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিরা। মনরঞ্জন বাবুর স্ত্রী শ্রীমতী মালতি রায় জানান “প্রতিবেশীরা দেখেছে কয়েক জন বাইক আরোহী আমাদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলো, কেউ রাস্তায়, কেউ বাড়ির গেটে, পরে দেখতে পায় দেয়াল টপকেই ঘরের দরজা আর আলমারি ভেঙ্গে সব নিয়ে যায়”৷ গ্রামবাসীদের প্রশ্ন কি করে দিনের আলোতে এমন কাণ্ড করলো দুষ্কৃতিস? এই ঘটনায় হতবাক আর হতাশ গ্রামবাসিরা৷ ঘটনার খবর পেয়েই ছুটে আসে মেখলীগঞ্জ থানার পুলিশ৷ পুরো ঘটনার তদন্তে মেখলীগঞ্জ থানার পুলিশ।
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)