বালাসন নদীতটে জেসিবির মাধ্যমে কাজে সমস্যায় পড়েছে এলাকাবাসীরা
জিৎ সরকার (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৭ই ডিসেম্বর, ২০২১: বালাসন নদীতে ডাম্পার ও জেসিবির মাধ্যমে বালি পাথর তোলার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার উদ্দেশ্যে মাটিগাড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাথে স্বারকলিপি তুলে দিলো পূর্ব রঙ্গিয়া এলাকার জনগনেরা। তাদের দেওয়া এই স্বারকলিপির মাধ্যমে তারা জানান দীর্ঘদিন ধরে জেসিবির মাধ্যমে বালি পাথর তোলার ফলে দিন দিন নদীর জলস্তর হ্রাস পাচ্ছে এবং এতে নদীভিত্তিক জীবিকাবাহি লোকজনেরা তাদের কর্মসংস্থান হারাচ্ছে। তারা জানান এভাবেই যদি চলতে থাকে তাহলে তারা এরপর এর বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবেন। এই প্রসঙ্গে মাটিগাড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শ্রীবাস বিশ্বাস জানান ব্লক ও পুলিশ প্রশাসনের তরফ থেকে রঙ্গিয়া বস্তি এলাকায় একটি আউটপোস্ট বানানো হয়েছে, এবং সেখানে যদি কোনোরকম কোনো অবৈধ কাজ হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
ছবি: জিৎ সরকার (টি.এন.আই)