দু ঘণ্টার আগুনে ভস্মীভূত হয়ে গেল ফালাকাটার পাতি মিল, ক্ষতি কয়েক লক্ষ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১১ই এপ্রিল, ২০১৮: মঙ্গলবার রাতে ভয়াভহ অগ্নিকাণ্ড ঘটল ফালাকাটায়। ফালাকাটা স্টেশন মোড় সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়ক এর পাশে ‘অমর স-মিল’ নামে একটি কাঠের পাতি মিল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর নেই। মঙ্গলবার আনুমানিক রাত ৮ নাগাদ হঠাতই কাঠ মিলে আগুন দেখতে পায় এলাকা বাঁশি, শুরু করে চিৎকার। চিৎকার চেঁচামেচি শুনে সকলে ছুটে এসে ফালাকাটা দমকলকে খবর দিয়ে নিজেরই আগুন নেভানোর চেষ্টা করতে লেগে পরে। এরপর ফালাকাটা দমকলের দুটি ইঞ্জিন ও ধূপগুঁড়ি দমকলের একটি ইঞ্জিন প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার ফালাকাটা থানার পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। কিসের থেকে আগুন লাগলো তার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। আগুনে ক্ষতি হয় মিলের মেশিন পত্র, মজুত রাখা কাঠের লগ, প্রচুর পরিমাণ পাতি, দুটি ভ্যান রিকশা প্রভৃতি।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)