কুচবিহারের রাজা নিজেই রক্ত দিয়ে মুমূর্ষ রোগীকে দালালের হাত থেকে বাচালেন
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১১ই এপ্রিল, ২০১৮: পঞ্চায়েত নির্বাচনের কারনে রক্তদান শিবির না হওয়ায়, তাই নিজেই রক্তদান করে একজন মুমূর্ষ রোগীকে নতুন জীবন দান করলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক শ্রী রাজা বৈদ্য। কুঞ্জনগরের আদিবাসী এলাকার বাসিন্থা মুমূর্ষ রোগী রিনি কার্যীর (৩০) দুটি টিউমার অপারেশন এর জন্য রক্তের প্রয়োজন হওয়ায় এবং ব্লাড ব্যঙ্কে রক্ত না থাকায় কার্যত অসহায় হয়ে পরেন। অভিযোগ ২ ইউনিট রক্তর জন্যে রোগীর আত্মীয়দের এক অসাধু দালাল ৩৬০০ টাকায় কেনার পরামর্শ দেন। অভিযোগ এই দালালরা হল বে-সরকারি নার্সিংহোম চওরে থাকা দালাল চক্রের সদস্য। এই খবর কানে পৌচ্ছোতেই ছুটে আসেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক শ্রী রাজা বৈদ্য সহ অন্যান্য সদস্যরা। রাজা বাবু নিজেই রক্ত দিয়ে এই রোগীর প্রান বাচাঁন বলে জানা যায়। এদিন রক্তদান করে শ্রী বৈদ্য জানান রক্তের দালালী বন্ধ করতে আগামী দিনে আন্দোলনে নামবে ব্লাড ডোনার অর্গানাইজেশন।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)