ময়নাগুরির আজ মনোনয়নে প্রায় উৎসবের মেজাজ দেখা গেল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৯ই এপ্রিল, ২০১৮: নমিনেশননের শেষ দিনে উপচে পড়া ভীর লক্ষ করা গেলো ময়নাগুড়ি বিডিও অফিসে। এই দিন ময়নাগুড়ি বিডিও অফিসে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা করেন শ্রী সোমেশ সান্যাল (ঝুলন), গোবিন্দপাল, শিবম রায় বসুনিয়া। এ দিন তারা প্রত্যেকে দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা করতে আসেন। মনোনয়ন জমা করতে এসে শ্রী সোমেশ সান্যাল (ঝুলন) বলেন “আমি পঞ্চায়েত সমিতি আসন থেকে দাড়িয়েছি। মা মাটি মানুষের সরকার যে ভাবে কাজ করে চলেছে তাতে সাধারন মানুষ বিপুল ভাবে ভোট দেবে। আমার সাথে ৮টি বুথের লোকজন এসছে এবং একটা আনন্দ উৎসবে আজ মনোনয়ন জমা করলাম”। তিনি আরো বলেন “আমি মমতা ব্যনার্জীর সৈনিক। তারই আদর্শে আমি পথে নেমেছি”। এই দিন ময়নাগুরি ব্লকের মনোনয়ন পত্র জমার শেষ দিনে আসেন অবসার্ভার শ্রী বিজিত ধর। তিনি বলেন ময়নাগুড়ি মনোনয়ন পত্রের জমা দেওয়ার শেষ দিনে শান্তিপূর্ণ ভাবে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এই ব্যপারে ময়নাগুড়িতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)