এবার নাটাবাড়ি কেন্দ্রে জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন মন্ত্রী রবীন্দ্রনাথ পুত্র পঙ্কজ
অভিজিৎ সাহা (টী.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই তুফানগঞ্জ ৬ই এপ্রিল, ২০১৮: আজ তুফানগঞ্জ মহকুমা শাসকের করনে ২৮ নং নাটাবাড়ী কেন্দ্রে জিলা পরিষদের তৃনমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জীবনের প্রথম মনোনয়ন পত্র দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্র নাথ ঘোষ মহাশয়ের সুযোগ্য পুএ শ্রী পংকজ ঘোষ। মনোনয়ন জমা দেওয়ার পর পংকজ বাবু টি.এন.আই কে জানায় “নাটাবাড়ী মানুষের উন্নয়নের জন্য আমি কাজ করবো। বাবার আশীর্বাদ মাথায় নিয়ে নাটাবাড়ী মানুষের পাশে থাকবো”।
ছবিঃ অভিজিৎ সাহা (টি.এন.আই)
Facebook Comments