ইসলামপুরে পরীক্ষা খারাপ হওয়ায় আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৫ই এপ্রিল, ২০১৮: উচ্চ মাধ্যমিক পরীক্ষা খারাপ হওয়ায় আত্মঘাতী এক কিশোর। জানা গিয়েছে, ইসলামপুর জীবন মোড় এলাকার বাসিন্দা স্থানীয় ইসলামপুর হাই স্কুলের সায়েন্সের ছাত্র শেখর চন্দ্র পাল (১৮) এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বুধবার তাঁর পরীক্ষা কেন্দ্র মিলনপল্লী হাই স্কুল থেকে ফিজিক্স বিষয়ের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে পরীক্ষা খারাপ হওয়ায় কথা আলোচনা করেছিল। এদিন সন্ধ্যা নাগাদ বমি করতে থাকলে পরিবারের লোকেরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা বেশকিছুক্ষন চিকিৎসা করার পর ওই পরীক্ষার্থী মারা যায়। পরীক্ষার্থীর বন্ধু ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার উচ্চ মাধ্যমিকের ফিজিক্স বিষয়ের পরীক্ষা খারাপ হওয়ায় শেখর খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিল। সন্ধ্যা নাগাদ চা বাগানের পোকা মারার ওষুধ খেয়ে বমি করতে থাকলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ হাসপাতালে পৌছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মঘাতী পরীক্ষার্থীর মামা সুনীল কুমার রায় বলেন, পরীক্ষা দিয়ে এসে হরলিক্স খেয়েছিল কিছুক্ষন পর থেকে বমি শুরু হলে আমরা হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা চিকিৎসা করার কিছুক্ষন পরেই ভাগ্না মারা যায়। পরে জানতে পারি শেখর চা বাগানের পোকা মারার ওষুধ খেয়েছিল। পরীক্ষা দিয়ে এসে ওর মায়ের সাথে পরীক্ষা খারাপ হওয়ায় দুঃখ প্রকাশ করছিল। সম্ভবত সেই শোক থেকেই ও আত্মঘাতী হয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)