ইসলামপুরের ‘রোববারের সাহিত্য আড্ডার’ এবারে ছিল থিম বসন্ত

সুশান্ত নন্দী (টী.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ২৭শে মার্চ ২০১৮: কবিতার বসন্ত যেন একটু আলাদা ভাবে প্রোথিত হলো সকলের মনে। রবিবার ইসলামপুর টাউন লাইব্রেরি হলে শ্রীমতি শ্রেয়শ্রী সাহার বসন্তের রবি গান দিয়ে রোববারের সাহিত্য আড্ডার মাসিক সাহিত্য অনুষ্ঠানের শুরু। এ মাসের বিষয় ছিল বসন্ত। সেই পর্বে শিশু মোহনা সেনশর্মার ছড়া। শ্রীমতি গীতাঞ্জলি কুন্ডুর কবিতা যেন গায়ে বসন্ত বাতাস ছড়িয়ে দিল। ঋতুরাজ কবিতায় শ্রীমতি নবনীতা সেনশর্মা তার নিজস্ব শব্দ জগতে বিচরণ করেন। শ্রী উজ্জ্বল দত্ত শোনান বসন্তের মন কেমনের কবিতা। বসন্তের স্বপ্ন কবিতায় বিচরণ শ্রীমতি সম্পা শেঠের। ‘বসন্ত আমার চোখে’ শ্রীমতি অর্পিতা দত্ত শোনালেন হৃদয়ের মোহনা থেকে। শিরোনামহীন কবিতায় বিচরণ করলেন শ্রীমতি মধুমিতা চক্রবর্তী। বসন্তের উদাসী মনের কথা শোনান শ্রীমতি শিপ্রা রায়। শ্রীমতি শিপ্রা চক্রবর্তীর লেখা বসন্ত রং কবিতা বেশ সাবলীল। শ্রী অভিজিৎ আচার্য ‘মানুষ মানুষের জন্যে’ ভূপেন হাজারিকার এই গানটি শোনান। আঞ্চলিক কবিতায় শ্রী বিনয় ভূষণ বেরা যেন অতন্ত্য বিষয় ভিত্তিক। কবি শ্রী নির্মলেন্দু গুণের কবিতা পাঠ করেন শ্রী সুদীপ্ত ভৌমিক। শ্রী রাজু দাসের ‘আমার অনুভব’ ধরা পড়লো বসন্তের অপরাহ্নে। অনু কবিতায় দারুন শ্রী চন্দন সিংহ। শ্রী অন্তিম গুহ শোনান। শ্রী প্রসূন শিকদার বসন্তকে সমর্পণ করেন তার শব্দ কথায়। ‘আমি নিঃস্ব হতে রাজি’ এই কবিতায় শ্রীমতি মনোনীতা চক্রবর্তী তার মননে যেন বসন্তকে প্রোথিত করলেন একটু অন্য ভাবে। বসন্ত শীর্ষক কবিতায় উজ্জীবিত শ্রীমতি পম্পা দাস। শ্রী উদয় দাস এর কবিতা ভীষণ সুন্দর। বসন্তের বিভিন্ন পর্যায় নিয়ে বিশ্লেষণাত্মক প্রেক্ষণাপট তুলে ধরেন ডঃ বাসুদেব রায়। শ্রী ভবেশ রায় তার কাব্যিক ভাবনা তুলে ধরেন নিজের লেখনীতে। শ্রী উত্তম সরকার এবং শ্রী মনি শংকর দাস নিয়ে আসেন একটু অন্য স্বাদ। একটি নাট্যাংশের সংলাপ শোনান তারা। নিজের অনুভবের কথা শোনান শ্রীমতি দীপান্বিতা সাহা। শ্রী উৎসব দে শোনান লাল, গেরুয়া, ও নীল সাদা রঙের শব্দ কল্প। শ্রী নিশিকান্ত সিনহা তার আলোচনায় বসন্তকে নিয়ে আসেন। সামগ্রিক ভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রী উৎসব দে।

ছবিঃ সুশান্ত নন্দী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!