সৌর বিদ্যুত্ পথবাতি লাগানোর কাজের সূচনা হল ফালাকাটায়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৬শে মার্চ ২০১৮: ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সৌর বিদ্যুত্ পথবাতি লাগানোর কাজের সূচনা করলেন ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ভানু অধিকারী। মোট ১০৪ টি সৌর বিদ্যুত পথবাতি লাগানো হলো। এই অঞ্চলের প্রতিটি বুথে ৪ টি করে মোট ২৬ টি বুথে এই সৌর বিদ্যুত্ পথবাতি লাগানোর কাজ শুরু হলো ১০৪ টি। প্রতিটির জন্য খরচ পড়েছে ২৯৮০০ টাকা করে মোট ৩,০৯৯,২০০ টাকা। ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী ভানু অধিকারী বলেন “প্রতন্ত্র এলাকার জনগণের সুবিধার জন্য এই সৌর বিদ্যুত্ পথবাতি লাগানো হলো। এর ফলে প্রতিমাসে বিদ্যুত্ খরচ লাগবে না। গ্রাম পঞ্চায়েত এর বিদ্যুত্ খরচ সাশ্রয় হবে। যেটা দিয়ে এলাকার উন্নয়ন করা হবে”।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)