ময়নাগুরি হাসপাতালে পালস পোলিও ক্যাম্পেইনিং নিয়ে বৈঠক
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৪শে মার্চ ২০১৮: শনিবার ময়নাগুরি হাসপাতালে পালস পোলিও নিয়ে একটি বৈঠক করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুরি বিডিও, আই.সি ময়নাগুরি, ময়নাগুরি মুখ্য সাস্থ্য আধিকর্তা, ময়নাগুরি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা।
এ দিনের বৈঠক প্রসঙ্গে ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ জানান গোটা ভারত সহ ময়নাগুরিকে পোলিও মুক্ত করতেই এই বিশেষ শিবির। আগামীকাল ময়নাগুরির বিভিন্ন এলাকায় ছোট বাচ্চাদের পোলিও খাওয়ানো হবে। এবং এই পোলিও ক্যাম্পেইনিং যাতে সুস্থ ভাবে হয় তার জন্যই এই মিটিং বলে জানান তিনি।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)
Facebook Comments