দিনহাটায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে সিআইডির বোম স্কোয়াডের কর্মী আহত

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই দিনহাটা ২১শে মার্চ ২০১৮: গত ৬ ফেব্রুয়ারি দিনহাটায় উদ্ধার হওয়া বোমা আজ নিষ্ক্রিয় করতে গিয়ে আহত হলেন সিআইডির বোম স্কোয়াডের এক কর্মী। আহত সিআইডির বোম স্কোয়াডের কর্মী শ্রী দেবাশীষ মিত্র কে গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গত ৬ই ফেব্রুয়ারী পুলিশ ও বিএসএফের যৌথ তল্লাশিতে দিনহাটার গীতালদহ এলাকা থেকে ৫ টি তাজা বোমা উদ্ধার হয়। বুধবার সিআইডির বোম স্কোয়াডের একটি দল দিনহাটার কৃষি মেলার মাঠে ওই বোমা গুলি নিষ্ক্রিয় করতে যান। ৪টি বোমা নিষ্ক্রিয় করলেও শেষ বোমায় বিপত্তি ঘটে।

বোমা ফেটে আহত হন সিআইডির বোম স্কোয়াডের ওই কর্মী। এই ঘটনায় আবারো প্রশ্নের মুখে সিআইডির বোম স্কোয়ার্ড। প্রশ্ন উঠছে কেন নির্দিষ্ট পোষাক ও সরঞ্জাম থাকা সত্বেও তা ব্যবহার করা হলো না? উল্লেখ্য, গত ২৮শে আগষ্ট ২০১৩ আলিপুরদুয়ারে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বোমা বিষ্ফোরনে মৃত্যু হয় রাম বাহাদুর লোহার নামে সিআইডির এক বোম স্কোয়ার্ড কর্মীর। আহত হন আরো ২জন। সেই ঘটনাতেও যে শিক্ষা নেয়নি বোম স্কোয়ার্ড কর্মীরা, দিনহাটার ঘটনায় আবারো প্রমান করলেন তারা। ঘটনার কথা স্বীকার করে নিলেও এই ব্যপারে মন্তব্য করতে নারাজ জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে।

ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!