ফালাকাটা ব্লকের জন্যে এল দুটি ঝাঁ চকচকা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৫ই মার্চ ২০১৮: ফালাকাটার নিবাসীদের জন্যে একটা সুখবর। এতদিন ফালাকাটা গ্রাম পঞ্চায়েতের রুগীদের শহরে বা সুপার স্পেসালিটি হাসপাতালে আসতে গেলে অনেক কষ্ট করে আসতে হতো। এবার থেকে সেই দিন ঘুচতে চলেছে। ফালাকাটা ব্লক আজ দুটি অ্যাম্বুলেন্স পেল। এখন থেকে এই দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স গ্রাম পঞ্চায়েত এলাকার রোগীদের নিয়ে আসার কাজ করবে। এখন থেকে ১০২ নম্বরে ডায়েল করে নাম ঠিকানা দিলেই এর পরিষেবা পাওয়া যাবে। পৌঁছে যাবে বাড়ি। এই খবরটি জানিয়েছেন ফালাকাটার বিডিও শ্রীমতী স্মৃতা সূব্বা।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments