পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে ময়নাগুরিতে ভারতীয় জনতা মহিলা মোর্চার সন্মেলন
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৬ই মার্চ ২০১৮: সামনেই পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনে বুথ ভিত্তিক আলোচনা ও নিজেদের ভুল ভ্রান্তি শুধরে নেওয়া সহ কিভাবে পঞ্চায়েত ভোটে মহিলা কর্মীরা এগোবে সহ বিভিন্ন আলোচনায় শুক্রবার ময়নাগুরি্র ধর্মশালায় ভারতীয় জনতা মহিলা মোর্চা ময়নাগুরি মন্ডল সন্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই সন্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সম্পাদিকা শ্রীমতী দেবযানী সেনগুপ্ত, জেলা সসহকারী সভানেত্রী শ্রীমতী ভূমিকা রায় সহ তিন মন্ডলের সভানেত্রী শ্রীমতী জ্যোৎস্না বাড়ই, শ্রীমতী মাম্পি দও, শ্রীমতী তরুলতা মৃধা।
এছাড়াও বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্রী অনুপ পাল। এদিনের সন্মেলন সম্পর্কে শ্রীমতী দেবযানী সেনগুপ্ত জানান সামনেই পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোট আমাদের জিততেই হবে। বর্তমান সমাজে মহিলাদের যথেষ্ট শক্তি ও সাহস আছে তাই মহিলাদের একত্রিত করতে হবে, যাতে তারা সকলের সাথে কাধে কাধ মিলিয়ে এই সংগ্রামে নামতে পারে। তিনি আরো বলেন বর্তমানে রাজ্য মূখ্যমন্ত্রী একজন মহিলা। তাসত্বেও প্রতিনিয়ত রাজ্যে নারিরা লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে।বর্তমান রাজ্যে ৩ বছরের শিশু থেকে ৭০বছরের বৃদ্ধা কেউ নিরাপদ নয়। অপর দিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্রী অনুপ পাল বলেন ময়নাগুরিতে ২৫৬টি পঞ্চায়েত সদস্য আসন আছে যার মধ্যে ১২৩টি মহিলা আসন এছাড়া ৪৮টি পঞ্চায়েত সমিতি আসন আছে যার মধ্যে ২১টি মহিলা এছাড়া জেলাপরিষদে ৩টি আসন রয়েছে এই সবগুলিতেই বিজেপি প্রার্থী দেবেন বলে তিনি জানান।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)