ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত ঘষিত হলো
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৪ই মার্চ ২০১৮: পশ্চিমবঙ্গ সরকারের মিশন নির্মল বাংলা অভিযানের আওতায় ফালাকাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত (অ.ডি.এফ) ঘোষণা হলো সাত রাইচেঙ্গl প্রাথমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মিশন নির্মল বাংলার আলিপুরদুয়ার জেলার জেলা আধিকারিক উইক সপ্তাশ, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রী যতীন রায়, ফালাকাটার বিধায়ক শ্রী অনিল অধিকারী, ফালাকাটার বিডিও স্মৃতা সূব্বা, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধা বিশ্বাস, আলিপুরদুয়ার জেলা পরিষদের কর্মাদক্ষ শ্রাবণী সিনহা, ফালাকাটার জয়েন্ট বিডিও টি.ডি ভুটিয়া, ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পূরবী অধিকারী, ফালাকাটা পঞ্চায়েত সমিতির ও ফালাকাটা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সহ প্রমুখ। এই মঞ্চে সকল বক্তারাই নির্মল ব্লক ও নির্মল জেলা করার অঙ্গীকার করলেন।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)