ইসলামপুরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যু নিয়ে উত্তেজনা
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই মার্চ ২০১৮: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে কেন্দ্র করে সোমবার রাতে তীব্র উত্তেজনা ছড়ালো ইসলামপুর মহকুমা হাসপাতালে। এদিন শহরে নিউটাউন পাড়ার বাসিন্দা সুবোধ দাস (৬৬) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে প্রসেনজিৎ দাস বলেন, বাবাকে হাসপাতালে ভর্তি করার পর থেকে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের গাফিলতি ছিল চোখে পড়ার মতো। সামান্য ক্যাথিটার লাগাতে ২০০ টাকা দিতে হয়েছে হাসপাতালের কর্মরত কর্মীকে। সন্ধার পর বাবার শারীরিক অবস্থার অবনতি হলে বারবার আর্জি জানিয়েও চিকিৎসকের দেখা মেলেনি। ফলে কার্যত বিনা চিকিৎসাতেই আমার বাবা মারা গিয়েছেন। উল্লেখ, রোগীর মৃত্যুর খবর জানাজানি হতেই উত্তেজিত পরিজনরা হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পরেন। উত্তেজিত পরিজনদের সাথে অন্যান্য রোগীদের পরিজনরাও হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ জানাতে থাকেন। হাসপাতাল সুপার নারায়ন মিদ্যা বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)