ময়নাগুরিতে মাধ্যমিক পরীক্ষার প্রশাসনিক ব্যাবস্থার কাজ জোর কদমে
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুড়ি ১০ই মার্চ ২০১৮: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরিক্ষা।আর এই পরিক্ষা ঘিরে ময়নাগুরি ব্লকের প্রতিটি স্কুলে চলছে জোর প্রস্তুতি।ময়নাগুরি হাইস্কুল,ময়নাগুরি সুভাষ নগর হাইস্কুল, নীলকান্ত স্কুল, গার্লস হাইস্কুল এই ৪কেন্দ্র ময়নাগুরি ব্লকের এ সেক্টারের অন্তর্গত। ময়নাগুরি হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী শিব্ব্রত রায় জানান এ বছর ময়নাগুরি হাইস্কুল এি সেক্টারের মূল কেন্দ্র। এই সেন্টারের অধিনে আছে ৮টি বিদ্যালয়। শ্রী শিব্ব্রত বাবু জানান এ বছর মাধ্যমিক শিক্ষাপর্ষদ মাধ্যমিক পরিক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক্স গ্যাজেটে নিষেধাজ্ঞা জারি করেছে।
কোন ছাত্র বা ছাত্রী এই নিয়ম না মানলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে। মোবাইল বা ইলেক্ট্রনিক্স যে কোন গ্যজেট বাজেয়াপ্ত করা হবে এমন কি সেই ছাত্র বা ছাত্রীর পরিক্ষা বাতিল হতে পারে। এ বছর ময়নাগুরি ব্লকে মোট ৬ হাজার ২৬৬ জন পরিক্ষার্থী রয়েছে।পরিক্ষার সময় যানজট সমষ্যা এড়াতে প্রশাসনিক ভাবে বিশেষ ব্যবস্থা করা হবে। দুরদুরান্তের পরিক্ষার্থী দের সুবিধার্থে বিশেষ বাসের ও ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। এদিন ময়নাগুরি হাইস্কুলে সিট নাম্বার বসানো ও পরিক্ষাকেন্দ্রে বেঞ্চ সাজানোর কাজে বিশেষ ততপরতা লক্ষ করা যায়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)