ময়নাগুরিতে দাবী পুরন না হলে ভোট বয়কটের হুমকি মৃতশিল্পীদের
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৮ই মার্চ ২০১৮: ‘পঞ্চায়েত ভোটের আগে দাবি পূরন না হলেই ভোট বয়কট করবো’। উল্লেখ্য বুধবার ময়নাগুরি ফুটবল মাঠ সংলগ্ন স্থানে সমবেত হয়ে মৃৎশিল্পীরা এই সিদ্ধান্ত নেন। তাদের বক্তব্য দির্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে প্রশাশনের কাছে দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তাদের এই দাবিগুলির কোনটিও পুরণ হয়নি। তারা জানান সব মৃৎশিল্পীদের ভাতা, মৃৎশিল্পীদের এক কালিন অনুদান, ময়নাগুরি শহরে প্রতিমা ও মাটির যাবতীয় সামগ্রী বিক্রয় করার স্থান, প্রত্যেক শিল্পীদের সহজ শর্তে ঋনের ব্যবস্থা সহ বিভিন্ন দাবি প্রশাসনের কাছে জানানো হয়েছিলো। কিন্তু তাদের বক্তব্য প্রশাশন সে ব্যপারে কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহন করেনি। তাই তারা বাধ্য হয়েই এই পথে যাচ্ছেন। তাদের দাবী অবিলম্বে পুরন না হলে ময়নাগুরি ব্লকের তিন হাজার মৃৎশিল্পী তাদের পরিবারের সদস্যদের নিয়ে সামনের পঞ্চায়েত ভোট বয়কট করবেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)