পরীক্ষার মরসুমে ‘সাইলেন্স জোনে’ রাজনৈতিক মিছিলে তারস্বরে মাইক বাজলো কুচবিহারে

মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহারে ৭ই মার্চ ২০১৮: আবারো নিয়মনীতিকে বুড়ো আঙ্গুল দেখালো শাসক দল তৃনমূল কংগ্রেস। শুধু শাসক দলই নয়, পুলিশ কেও দেখা গেলো অন্য ভুমিকায়, এযেন শাসক দলের মিছিলে পা মেলাচ্ছে পুলিশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার কুচবিহারের রাসমেলার মাঠ থেকে মহামিছিলের আয়োজন করে কোচবিহার জেলা মহিলা তৃনমূল কংগ্রেস। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারনে জেলা জুড়ে উচ্চ স্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষনা করে কোচবিহার জেলা প্রশাসন। অভিযোগ প্রশাসনের নিয়ম নীতি কে তোয়াক্কা না করে মাইক বাজিয়েই চললো মিছিল, শুধু তাই নয়, কুচবিহারের প্রান কেন্দ্র অফিস পাড়া বলে পরিচিত সাগর দিঘী চত্বর কে অনেক আগেই “সাইলেন্স জোন” হিসেবে ঘোষনা করা হয়। কিন্তু সেই “সাইলেন্স জোন” এও বাজলো মহামিছিলের মাইক। এব্যপারে জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভানেত্রী সুচিশ্মিতা দেব শর্মা জানান প্রশাসনের সব নিয়ম মেনেই মহামিছিল হয়েছে। অন্য দিকে শাসক দলের মিছিলে কার্যত পুলিশের পা মেলানো নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী রাজনৈতীক দল গুলো, বিজেপি নেতা দ্বীপ্তিমান সেনগুপ্ত জানান “পুলিশের এই ছবি আবারো প্রমান করলো, বাংলার সাধারন মানুষ কতটা অসহায়, যাদের নিরপেক্ষ থাকার কথা তারাই মিছিলে হাটছে,।সিপিএম নেতা তথা কোচবিহার পৌরসভার বিরোধী দল নেতা মহানন্দ সাহা বলেন প্রশাসন ও দল আজ মিলেমিশে একাকার, যা গনতন্ত্রের কাছে বিপদ জনক।

ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!