কুচবিহারে পালিত হল বসন্ত উৎসব, সামিল হল মন্ত্রী, সাংসদরাও
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১লা মার্চ ২০১৮: ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান . . . . শান্তিনিকেতনের ঢেউ আছরে পরলো এবার কোচবিহারেও। এদিন দোল উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কোচবিহারের এম. জে.এন স্টেডিয়াম, এন.এন পার্ক সহ বিভিন্ন স্থানে বসন্ত উৎসবে মেতে ওঠেন সকলে।
একে অপরকে আবীরে রাঙিয়ে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে এদিনের এই উৎসবকে আরো দৃষ্টি নন্দন করে তোলেন স্থানীয় শিল্পীরা। মোহনা সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এন.এন পার্কে আয়োজিত বসন্ত উৎসবে সঙ্গীতের তালে সকলের সাথে পা মেলাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ ও সাংসদ শ্রী পার্থপ্রতীম রায়।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)
Facebook Comments