সুশ্রী কায়াকল্প প্রকল্পে ময়নাগুরি গ্রামীণ হাসপাতাল জেলায় তৃতীয় স্থান পেল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৮শে ফেব্রুয়ারি ২০১৮: ফেব্রুয়ারি: ময়নাগুরি গ্রামীণ হাসপাতাল সুশ্রী কায়াকল্প প্রকল্পের রাজ্য পর্যবেক্ষন দলের বিচারে জেলায় তৃতিয় ও রাজ্যে ১৫তম স্থান অধিকার করলো। এছাড়াও ময়নাগুরি ব্লকের চূড়াভান্ডার স্বাস্থ্যকেন্দ্র রাজ্যে বিশেষ স্থান পেয়েছে।
ময়নাগুরি হাসপাতালের বি.এম.ও.এইচ ডঃ লাকি দেওয়ান জানান গত বছরের নভেম্বরের ২২ তারিখ ময়নাগুরিতে স্টেট লেবেল এর ৪ সদস্য দল ও ডিস্ট্রিক লেবেল থেকে বিশেষ দল পর্যবেক্ষন করতে এসেছিলেন। তিনি আরো বলেন এই ব্যপারে বিভিন্ন প্রশাশনিক স্তরের বিশেষ সহযোগীতা পেয়েছেন। তিনি আরো জানান পরবর্তীতে যাতে রাজ্য স্তরে ১৫তম স্থান থেকে আরো উপরে ওঠা যায় তার চেষ্টা তিনি করবেন বলে আশা রাখেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)