উত্তর দিনাজপুরের জেলা শাসকের হঠাৎ পরিদর্শন চাকুলিয়া প্রতিবন্দী শিবিরে
দীপঙ্কর দে (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চাকুলিয়া ২৫শে ফেব্রুয়ারি ২০১৮: গতকাল, অর্থাৎ শনিবার চাকুলিয়ায় প্রতিবন্ধী শিবির পরিদর্শনে আসেন উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েষা রানি। জানা গিয়েছে, চাকুলিয়া ব্লকে দুদিন ধরে চলছে প্রতিবন্ধীদের এই শিবির। শনিবার শিরশী মাদ্রাসায় তার অন্তিম দিন ছিল। চাকুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের লাইনে ছিল উপচে পড়া ভিড়। সেই মুহূর্তে পরিদর্শনে শিবিরে ঢুকে পড়েন জেলা শাসক আয়েষা রানি। এদিকে আগে থেকেই তৎপরতার সহিত ব্যবস্থাপনায় ব্যস্ত ছিলেন চাকুলিয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুপ্রেম দাস। তার পাশাপাশি উপস্থিত ছিলেন চাকুলিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আধিকারিক আব্দুল হামিদ, চাকুলিয়া থানার ওসি শ্রী দিলীপ কুমার রায়, শিরশী মাদ্রাসার ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মহঃ আবু তাহের সহ অন্যান্যরাও। শিবিরে দৃষ্টি, অস্থি, মানসিক, মুক ও বধির সংক্রান্ত সব বিভাগে রোগ পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করা হয়। এদিন প্রতিটি বিভাগ ঘুরে দেখেন জেলা শাসক আয়েষা রানি। শিবিরের সমস্ত ব্যবস্থা ঠিক ঠাক চলছে দেখে চাকুলিয়া ব্লক প্রশাসনের ভুঁওশী প্রশংসা করেন তিনি। তারপর শিরশী মাদ্রাসার আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন। উপস্থিত কয়েক জন গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেন এবং গ্রাম পঞ্চায়েতের কাজ কর্ম কেমন চলছে বিডিও কে দেখার নির্দেশ দেন তিনি। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ কর্ম কেমন চলছে তার খোঁজ খবরও নেন জেলাশাসক।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)