ময়নাগুরিতে শারীরিক প্রতিবন্দীদের পাঠ্য পুস্তক বিতরণ বেশ কিছু সামাজিক সংগঠন
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: শুক্রবার ময়নাগুরি ধর্মশালায় শারিরিক প্রতিবন্ধী ও দু:স্থ ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরন করা হয়। এই অনুষ্ঠানটির পরিচালনা করেন ময়নাগুরির মাড়োয়ারি মহিলা মন্ডল এবং সহযোগীতায় ছিল আমেনা ফাউন্ডেশন। এদিন ময়নাগুরি ব্লকের বিভিন্ন স্কুলের মোট ৮০জন দু:স্থ ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। এদের মধ্যে একজন ময়নাগুরি কলেজের ছাত্রও ছিলো।
মাড়োয়ারি মহিলা সমিতির শ্রীমতী সঙ্গিতা সিতানি জানান এবারই তারা প্রথম এই অনুস্টান টি করছেন এবং তারা সমাজে এই বার্তা দিতে চান যে তাদের এই অনুস্টান দেখে সমাজে অন্য লোকেরাও যেনো এগিয়ে আসেন দু:স্থ ছাত্র ছাত্রীদের সাহাজ্য করেন। এদিন মোট ৩৫ হাজার টাকার বই বিতরন করা হয়। এছাড়াও বাচ্চাদের হাতে চিপস ও চকোলেট দেওয়া হয়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)