আলিপুরদুয়ারে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে পিতার ধরনা ‘ডুয়ার্স কন্যা’য়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই আলিপুরদুয়ার ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: আট বছরের কন্যার অকাল মৃত্যুর জন্য এক চিকিৎসককে দায়ী করে, সুবিচারের আশায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে ধর্ণায় বসলেন হতভাগ্য পিতা। শুক্রবার ভর দুপুরের এই ঘটনায় শোরগোল পড়েছে জেলা আলিপুরদুয়ার শহরে। ঘটনায় প্রকাশ, বছর আটের ফুটফুটে মেয়ে ঈশিতার চিকিৎসার জন্য শহরের এক প্রখ্যাত শিশু চিকিৎসকের দ্বারস্থ হন আলিপুরদুয়ার জংশন নিবাসী সঞ্জীব দাস। গত ২২ ডিসেম্বর মেয়েটি মারা যায়। মেয়ের মৃত্যুর জন্য চিকিৎসককেই অভিযুক্ত করে সুবিচারের আশাতেই ধর্ণায় বসেছিলেন বলে জানিয়েছেন সঞ্জীববাবু। যদিও এই অভিযোগের প্রেক্ষীতে অভিযুক্ত চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিন, জেলার নব নির্মিত প্রশাসনিক ভবন “ডুয়ার্স কন্যার” একেবারে ভিতর চত্বরে মুষ্টিমেয় কয়েকজন সমব্যথী নিয়ে কন্যা হারা পিতা ধর্ণায় বসলেও, কিছুক্ষন পরেই পুলিশ এসে তাদের উঠিয়ে দেয়। পরবর্তীতে জেলা শাসক তাদের অভিযোগনামা গ্রহণ করে সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন পিতা সঞ্জীব দাস।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)