ফালাকাটায় পরিত্যাক্ত জমিতে হাসপাতালের দাবী জানাল ধোনিরামপুর অঞ্চল কংগ্রেস
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ২৩শে ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটার ধোনিরামপুর ২ নম্বর অঞ্চলে প্রস্তাবিত জমিতে হাসপাতাল নির্মাণের দাবিতে পথসভা ও গণ স্বাক্ষর অভিযান কর্মসূচি করল ধোনিরামপুর ২ নম্বর অঞ্চল কংগ্রেস কমিটি। এই কর্মসূচিতে উপস্তিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী বিশ্বরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক শ্রী যোগেন বর্মণ, আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মানবাধিকার সেলের সভাপতি শ্রী মৃন্ময় সরকার প্রমুখ নেতৃত্ব। উল্যেখ এলাকার এক সহৃদয় ব্যাক্তি শ্রী নাথুনি সিং গ্রামবাসীদের কথা ভেবে এলাকার স্বাস্থ্য ব্যাবস্থার উন্নতির জন্য আনুমানিক অর্ধশতক বছর আগে ৭ বিঘা জমি দান করে যান। সূত্রের খবর অনুযায়ী এই ৭ বিঘা জমি পরিদর্শন করে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে দেন। এরপর থেকে সেই স্থান পরিত্যাক্ত অবস্থায় পরে আছে। সেই জমিতে পূর্ণাঙ্গ হসপিটাল তৈরির জন্য পথে নামলো কংগ্রেস কমিটি। শুক্রবার এলাকা বাসীর থেকে গণ স্বাক্ষর সংগ্রহ শুরু করে পথ সভা করল। আলিপুরদুয়ার জেলা কংগ্রেস মানবাধিকার সেলের সভাপতি মৃন্ময় সরকার বলেন, এলাকা বাসীর স্বাস্থ পরিষেবার জন্য এলাকার সহৃদয় ব্যাক্তি নাথুনি সিং মহাশয় ৭ বিঘা জমি দান করেন। সেই স্থানে হসপিটাল তৈরির জন্য আমরা পথে নেমেছি সাধারণ মানুষ দেড় পাশে নিয়ে। আমরা এই বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী কে জানাবো। এই মহান মানুষটি এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য হাই স্কুল তৈরির জন্য জমি দান করেছেন।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)