ডাবলু.ডি.এস.এফ এর আন্ত জেলা ফুটবলে টাইব্রেকারে আলিপুরদুয়ার জিতলো
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২২শে ফেব্রুয়ারি ২০১৮: ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের পরিচালনায় ও কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আন্ত জেলা সাবজুনিযার ফুটবল টুর্নামেন্টের গতকাল অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি কোয়াটার ফাইনাল খেলায় নির্ধারিত সময় গোল শুন্ন থাকায় টাইব্রেকারে আলিপুরদুয়ার জেলা দল ৩ – ০ গোলে জলপাইগুড়ি জেলা দলকে পরাজিত করে। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন আলিপুরদুয়ার জেলা দলের মোহন রাভা। আগামী ২৩শে ফেব্রুয়ারি সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করবে আলিপুরদুয়ার জেলা ও শিলিগুড়ি মহকুমা দল।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)
Facebook Comments