বাইক চুরি চক্রের পাণ্ডা গ্রেপ্তারে বড় সাফল্য কুচবিহার পুলিশের
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২২শে ফেব্রুয়ারি ২০১৮: মোটর বাইক চুরি চক্রের ৩ পাণ্ডাকে গ্রেফতার করে, চুরি যাওয়া মোটর বাইক উদ্ধারে বড়সড় সাফল্য পেল কোচবিহার কোতয়ালী ও পুন্ডিবাড়ী থানার পুলিশ। ধৃত ৩ জন কে জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটি সহ ১৫ টি মোটর বাইক। আজ কোচবিহার পুলিশ লাইনে সাংবাদিক বৈঠকে জানান জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে।
পুলিশ সুপার জানান, জেলা জুড়ে মোটর সাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় কোতয়ালী ও পুন্ডিবাড়ী থানার পুলিশ অফিসারদের নিয়ে দুটি বিশেষ দল গঠন করে তদন্তে নামা হয়।পুন্ডিবাড়ীর বাসিন্দা রিপন সরকার, জয়নাল হোসেন, অর্পণ সরকার কে গ্রেপ্তার করার পর, বড়সড় সাফল্য মেলে ,উদ্ধার করা হয় চুরি যাওয়া ১৫ টি মোটর বাইক। ধৃত ৩ জনের বাড়ীতে তল্লাশি চালিয়ে একটি স্কুটি সহ মোট ৬টি বাইক উদ্ধার হলেও বাকি গুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।ধৃত ৩জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এই চক্রের সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)