ময়নাগুরিতে শিক্ষক পীযূষ কান্তি কর্মকারের স্মরণসভা অনুষ্ঠিত হল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২১শে ফেব্রুয়ারি ২০১৮: বুধবার ময়নাগুরির আমরা ক’জনের পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষক পীযূষ কান্তি কর্মকারের এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ময়নাগুরির বিশিষ্ট লোকজন, ও সাধারন মানুষজন এবং শিক্ষকেরা। আমরা ক’ জনের কর্ণধার শ্রী মিতু চক্রবর্তী জানান শ্রদ্ধেয় শিক্ষক পীযূষ কান্তি কর্মকার শুধু একজন শিক্ষক ছিলেন না, সেই সঙ্গে একজন সমাজপ্রেমিদও ছিলেন। তিনি মৃত্যুকালে তার শরীর ফিজিও হাসপাতালে দান করেন ও তার চোখ শংকর নেত্রালয়ে দান করেন। পীযূষবাবুর মৃত্যুতে শিক্ষাব্যবস্থায় এক অপূরণীয় ক্ষতি বলে জানান মিতুবাবু। জানা যায় পীযূষবাবু ময়নাগুরি হাই স্কুলে শিক্ষিকতা করতেন পরবর্তীতে হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবেও নিযুক্ত হন। ময়নাগুরি কলেজ গঠনেও তার অবদান অনস্মীকার্য। আমরা ক’জনের এই স্মরণ সভার উদ্যোগকে ময়নাগুরিবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)