ধুপগুড়ীতে তরুনীকে অপহরন করে শ্লীলতাহানির অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: তরুনীকে অপহরন করে শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। তাও আবার বাড়ি থেকে বাইকে করে বাজারে নামিয়ে দেবার কথা বলে। ধুপগুড়ী ব্লকের খুট্টিমারি এলাকার ঘটনা। ঘটনায় ধুপগুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তরুনীর বাবা। অভিযোগ শুক্রবার বিকেলে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে খুট্টিমারি বাজারে যাচ্ছিল। সেইসময় স্থানীয় দুই পরিচিত যুবক বাপ্পা হোসেন ও ইয়াকুব আলি বাইক নিয়ে এসে সামনে দাঁড়ায় এবং ওই তরুনীকে বাইকে করে বাজারে নামিয়ে দেবার প্রস্তাব দিয়ে গাড়িতে তোলে। এরপর নির্জন স্থানে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। তরুনী বাধা দেওয়ায় তাকে জোর করে অন্যত্র নিয়ে যাবার চেষ্টা করে। তরুনী আতঙ্কগ্রস্ত হয়ে বাইক থেকে লাফিয়ে নেমে পড়ে। তখনই পড়ে গিয়ে গুরুতর আহত হয় তরুনী। তার মাথায়,হাতে ও আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পরই অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে পালিয়েছে। স্থানীয় যুবকরা উত্তেজিত হয়ে দুই যুবকের সন্ধান চালালেও তাদের খোজ পাওয়া যায়নি। এই তরুনীকে ধুপগুড়ি হাসপাতালে চিকিৎসার পর বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার বিষয়ে ধুপগুড়ী থানার পক্ষ থেকে জানানো হয়েছে পুলুশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোজে তল্লাশি চালাচ্ছে।