চোপড়ায় পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতা হল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৫ই ফেব্রুয়ারি ২০১৮: চোপড়া থানার উদ্যোগে পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় চোপড়া থানা মাঠে। সেমিফাইনাল দুটিতে জয়ী হয় যথাক্রমে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এবং ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত। প্রথম সেমিফাইনালে সোনাপুর গ্রাম পঞ্চায়েত ৩-১ গোলে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে। সোনাপুর পঞ্চায়েতের হয়ে গোল করেন আলফান টপ্পো(২), সুবল(১) এবং চুটিয়াখোর দলের হয়ে গোল করেন সাজিদ। দ্বিতীয় সেমিফাইনালে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত ২-১ গোলে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। ঘিরনিগাঁও দলের হয়ে গোল করেন আহসান হাবিব (২) এবং মাঝিয়ালীর হয়ে গোল করেন রত্ন সিনহা। পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে সোনাপুর গ্রাম পঞ্চায়েতের মুখোমুখি হবে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)