বর্ধমানে ময়নাগুরির আর.এস.এস কর্মীর অস্বাভাবিক মৃত্যু তদন্ত চায় তৃনমূল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৫শে মার্চ ২০১৮: রবিবার ময়নাগুরি ব্লকের ব্যঙ্কান্তি নিবাসি ক্ষীরোদ রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা ময়নাগুরি জুরে। ক্ষীরোদ রায়ের দাদা শ্রী মিহির রায়ের দাবী এটা কোন দুর্ঘটনা নয়। মৃতের দাদা জানান ক্ষীরোদ রায় বর্ধমানে আর.এস.এস এর প্রচারক হিসেবে কাজ করতেন। গতকাল সন্ধ্যাতেও ক্ষীরোদ রায় ফোন করেছিলো কিন্তু তার কিছুক্ষন পর সেখান থেকে আরেকজন ফোন করে জানায় ক্ষীরোদ রায় মারা গেছে। মিহির কুমার রায়ের দাবী অন্য কোন ভাবে প্ল্যানিং মারফত ক্ষীরোদ রায় কে মারা হয়েছে আর এই মৃত্যুর পেছনে শাসক দল জড়িত আছে বলেও তিনি দাবি করেন। শ্রী মিহির রায় তার ভাইয়ের হত্যার সঠিক কারনের জন্য তদন্তের ও দাবি জানান। অপর দিকে ময়নাগুরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রী মনোজ রায় জানান – “আমরাও এর সঠিক তদন্ত চাই। তৃনমূল কংগ্রেস কখনো এই কাজ করতে পারে না। এটা নিজেদের মধ্যেই কোন ভাবে হয়েছে। তিনি আরো জানান আর.এস.এস এর ট্রেনিং নিতে আস্ত্রর ব্যবহার করতে হয় যার ফলেও মৃত্যু হতে পারে”। তিনি আরো বলেন “ক্ষীরোদ রায় ময়নাগুরির লোক তিনি কি পার্টি করেন সেটা বড় কথা নয়, মোট কথা ময়নাগুরির একটি মানুষের মৃত্যু হলো তার সঠিক তদন্ত অবশ্যই হওয়া চাই। তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)