উত্তর দিনাজপুর তৃনমূল জেলা সম্মেলনে হামিদুল রহমান নাম বিহীন পোষ্টার
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৩ই ফেব্রুয়ারি ২০১৮: উত্তর দিনাজপুর তৃনমূল জেলা সম্মেলনের ছাপানো পোষ্টারে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের নাম না থাকায় বিতর্ক তুঙ্গে। পাশাপাশি পোষ্টার ইসলামপুর সহ জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হামিদুল অনুগামীরা। যদিও বিতর্ক এড়িয়ে রাজ্য নেতৃত্বের অপ্রেই দায় চাপিয়ে প্রিন্টিং মিস্টেকের যুক্তি জেলা সভাপতির। তৃনমূলের একাংশ এই ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবী করলেও দলের আরেকাংশের মতে হামিদুল রহমানের বিরুদ্ধে যুবতিকে চাকরি দেবার প্রলোভনে ধর্ষণের অভিযোগে হাইকোর্টের সিআইডি তদন্তের নির্দেশের প্রেক্ষিতে হামিদুল রহমান কে জেলা সম্মেলন থেকে দূরে রাখার জন্যেই এই সিদ্ধান্ত।
সেই কারনেই পোষ্টারে হামিদুল সাহেবের নাম বাদ রাখা হয়েছে। যদিও খোদ হামিদুল রহমান বলেন ‘আমার এলাকার মানুষের ক্ষুব্ধ হয়াটাই স্বাভাবিক। তবে এসব শাক দিয়ে মাছ ঢাকা, একটা পোষ্টার না দেখে কেন আগে এলাকায় বিলি করা হল, এখন প্রিন্টিং মিস্টেকের বাহানা দেওয়া হচ্ছে। আসলে রাজনৈতিক ভাবে আমাকে ওয়ান সাইডেড করা হচ্ছে। কিন্তু আমি পোষ্টারে না, প্রচারেও না, আমার এলাকার মানুষের মনের মধ্যে থাকলেই হলো। আমার ওগুলো লাগে না’। উত্তর দিনাজপুর তৃনমূলের জেলা সভাপতি শ্রী অমল আচার্য বলেন, ‘রাজ্য থেকেই পোষ্টার গুলো পাঠানো হয়েছিল। বিষয়টা সাংগঠনিক। তবে এটা প্রিন্টিং মিস্টেক। ইতিমধ্যে রিভাইজড পোষ্টার চলে এসেছে’।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)