চোপড়ায় ধর্ষণে অভিযুক্ত বিধায়কের গ্রেপ্তারীর দাবীতে বিজেপির আন্দোলন
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই চোপড়া ১২ই ফেব্রুয়ারি ২০১৮: চোপড়া থানার আই.সি গৌতম রায়ের অপসারণ ও ধর্ষক বিধায়ক হামিদুল রহমানের গ্রেপ্তারীর দাবীতে পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার চোপড়া বিধানসভা জুড়ে আন্দোলন শুরু করল বিজেপি। এদিন চোপড়া ব্লকের সোনাপুর হাট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে বিজেপি দলীয় নেতা কর্মীরা জমায়েত হয়। বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে বিজেপি উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য শ্রী কিশান মিত্তালের নেতৃত্বের বিক্ষভ মিছিল সোনাপুর হাত হয়ে পুরো এলাকা পরিক্রমা করে ফের বালিকা বিদ্যালয়ের মাঠে শেষ হয়। মিছিলে হাজির পুরুষ ও মহিলা কর্মীদের স্লোগানে শুধুই ছিল চোপড়া থানার আই.সি গৌতম রায়ের অপসারণ ও বিধায়ক তৃনমূলের হামিদুল রহমানের গ্রেপ্তারীর দাবীর পাশাপাশি বিজেপি নেতা শাহিন আখতারের নিঃশর্ত মুক্তির দাবী। এদিনের বিক্ষোভ মিছিলে মণ্ডল সভাপতি শ্রী ভুত নারায়ন সিংহ, শ্রী বিচারক রায়, শ্রী সাজনরাম সিংহ সহ জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সোনাপুর হাট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে একটি সভাও অনুষ্ঠিত হয়। চোপড়ার তৃনমূল বিধায়ক ধর্ষক হামিদুল রহমানের গ্রেপ্তারী না হওয়া পর্যন্ত চোপড়া বিধানসভা জুড়ে দলীয় নেতা কর্মীরা বিক্ষোভ আন্দোলনে সুর চড়াবে বলে বিজেপি সুত্রে জানা গিয়েছে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)