দুর্নীতি মামলায় কুচবিহার পুরসভার ৪ ইঞ্জিনিয়র সহ ৭ জন গ্রেপ্তার
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১২ই ফেব্রুয়ারি ২০১৮: আজ এক অভূতপূর্ব ঘটনাক্রমে গত বছর ঘটে যাওয়া দুর্নীতির অভিযোগ মামলায় কুচবিহারের কোতোয়ালি পুলিশ আটক করল ৭ জন পুর কর্মচারীকে। সূত্রের খবর বর্তমানে এই মামলাটি কোলকাতা হাইকোর্টে বিচারাধীন আছে। আজকের ধৃতদের মধ্যে ৩ জন কুচবিহার পুরসভার অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার পদে রয়েছেন এবং বাকি ৭ জন পুরসভার সাধারন কর্মী। ঘটনার মূল বিষয় হল এই মামলার প্রধান অভুজুক্ত হলেন প্রাক্তন চেয়ারপার্সন শ্রীমতী রেবা কুন্ডু এবং পুরসভার বর্তমান ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী শুভজিত্ কুন্ডু। শুভজিত বাবু প্রাক্তন চেয়ারপার্সন শ্রীমতী রেবা কুন্ডুর ছেলে। এই প্রসঙ্গে অভিযোগ কুচবিহারের ভবানীগঞ্জ বাজার এলাকায় কোন কাজ ছাড়াই টাকা তুলে নেওয়া হয়। সেই সময়ে কুচবিহার নিবাসী শ্রী সম্রাট কুন্ডু গত ৪ ডিসেম্বর ২০১৬ তে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা করেন। তবে আজ এই ৭ জন পুরকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে বাকি পুরকর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। সমস্ত পুরভবন বন্ধ করে রাখা হয় দীর্ঘ সময় পর্যন্ত।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)