রায়গঞ্জের পর আজ কুচবিহারে ডাম্পার চাপায় মৃত্যু উচ্চমাধ্যমিকের ছাত্রীর
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১০ই ফেব্রুয়ারি ২০১৮: গতকাল রায়গঞ্জে গাড়ি চাপায় ছাত্রের মৃত্যু হয়। আজ কুচবিহারে ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক উচ্চমাধ্যমিকের ছাত্রীর। শনিবার সকালে কুচবিহার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ম্যাগাজিন রোড এক্সটেনসনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছাত্রীর নাম নিশাক্ষী চক্রবর্তী। সে নিউটাউন গার্লস স্কুলের ছাত্রী। তাঁর বাড়ি নিউটাউন ভাওয়াল মোর এলাকাতেই। এদিন প্রাইভেট টিউশন থেকে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ম্যাগাজিন রোডের বুড়াদার মোড় এলাকায় ডাম্পার গাড়ির চাকার নীচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে কোচবিহার এম.জে.এন হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত্যুর খবর পৌছাতেই কান্নায় ভেঙ্গে পরেন নিশাক্ষীর মা ও আত্মীয় স্বজনেরা। শোকের ছায়া নেমে আসে গোটা নিউটাউন এলাকায়। ঘাতক গাড়ি ও চালক বর্তমানে কুচবিহার কোতয়ালী থানা পুলিশ হেফাজতে।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)