রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ক নির্বাচনে উত্তর সীমান্ত রেলওয়ে মজদুর ইউনিয়ন জয়ী হয়
অরুনাংশু মৈত্র (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই আলিপুরদুয়ার ৮ই ফেব্রুয়ারি ২০১৮: আজ আলিপুরদুয়ার জংশনে উত্তর সীমান্ত রেলওয়ে মজদুর ইউনিয়নের কাছে খবর আসে যে উত্তর সীমান্ত রেলওয়ে, পূর্ব রেলওয়ে, মেট্রো রেলওয়ে, পূর্ব-মধ্য রেলওয়ে ও কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ নিয়ে যে রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ক আছে, তাতে ২১ জন বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে উত্তর সীমান্ত রেলওয়ে মজদুর ইউনিয়নের ২০ জন জয়ী হয়েছে। এছারাও পূর্ব-মধ্য রেলওয়ের ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। এর সাথে সাথে আলিপুরদুয়ার জংশনে উত্তর সীমান্ত রেলওয়ে মজদুর ইউনিয়নের শ্রী সুবল দত্ত (ট্র্যাকম্যান) উক্ত রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্ক ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। যথারীতি এন.এফ.আই.আর গ্রুপ আর উত্তর সীমান্ত এমপ্লয়ীজ ইউনিয়ন এই নির্বাচনে পরাজিত হয়েছে। আজ এই খবরের পরে উত্তর সীমান্ত রেলওয়ে মজদুর ইউনিয়নের সদস্যরা জমিয়ে আনন্দে মেতে ওঠেন। আলিপুরদুয়ার জংশন চত্তর হয়ে ওঠে অকাল হোলির জায়গা।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)