ইসলামপুরের নাট্যকার ‘সেন্টু’ র নাট্য জীবনের রজত জয়ন্তী পূর্তির জন্য সম্বর্ধনা
সুশান্ত নন্দী (টী.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৮ই ফেব্রুয়ারি ২০১৮: নাট্য জীবনের রজত জয়ন্তী পূর্তির বিষয়কে সামনে রেখে ইসলামপুরের বিশিষ্ট নাট্যকর্মী শ্রী মনি শংকর দাসকে সম্বর্ধনা জানালো ‘অগ্নিশিখা’ নাট্য সংস্থা। বুধবার রাতে ইসলামপুরের যুবরাজ হোটেলে আনুষ্ঠানিক ভাবে তাকে সংস্থার তরফে সম্মাননা জানানো হয়। ইসলামপুর মহকুমা তথা জেলার নাট্য জগতে এক পরিচিত নাম শ্রী মনি শংকর দাস। যদিও বেশির ভাগ মানুষ তাকে সেন্টু হিসেবেই চেনেন। ইসলামপুর কোর্টের পেশকার হিসেবে দীর্ঘ দিনের কর্মজীবন শেষ করে তিনি সম্প্রতি অবসর নিয়েছেন। এই অবসর সম্পূর্ণ ভাবে তিনি নাট্য চর্চায় অতিবাহিত করতে চান। শিশু ও কিশোরদের মধ্যে যাতে নাট্য ভাবনা আন্দোলিত হয়, তার জন্য ইতিমধ্যেই নানান কর্মসূচি নিয়ে সংস্থাকে এবং এলাকায় নাট্য সংস্কৃতির বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি ব্রতী হয়েছেন। কথা হচ্ছিল, শ্রী মনি শংকর দাসের সঙ্গে। দীর্ঘ দিনে তিনি পথ নাটিকা সহ একাধিক নাটক মঞ্চস্থ করেছেন যথেষ্ট সুনামের সঙ্গে। মূলত ইসলামপুরের বিশিষ্ট নাট্যকর্মী তথা নির্দেশক উত্তম সরকারের উৎসাহে তিনি এই জগতে প্রবেশ করেন। এরপর তার কাছ থেকে তালিম নিয়ে এতটা দীর্ঘ পথ এগিয়ে এসেছেন তিনি। মাঝে মাঝে প্রভাত তালুকদারের কাছেও তালিম নিয়েছেন তিনি। খল চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এভাবেই পেরিয়ে গেছে বহু বছর। নাটককে ভালোবেসে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে চান। ইসলামপুরের নাট্য চর্চাকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্নে বিভোর তিনি। এদিন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছিলেন শহরের একাধিক নাট্য ব্যক্তিত্ব।
ছবিঃ সুশান্ত নন্দী (টী.এন.আই)