পর্যটন মন্ত্রী দেখা করলেন জলপাইগুড়ির মৃত তৃনমূল কর্মীর বাড়ি

সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ৫ই ফেব্রুয়ারি ২০১৮: মুখ্যমন্ত্রীর কর্মশালায় যাওয়ার পথে মৃত তৃণমূল কর্মী শিবেন্দ্র নন্দীর বাড়িতে এসে তার স্ত্রী এবং ছেলের সঙ্গে দেখা করলেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী শ্রী গৌতম দেব। মঙ্গলবার দুপুরে মন্ত্রী এই বাড়িতে আসেন। এদিন গৌতম দেব পরিবারের পাশে থাকার আস্বাস দেন। মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা তৃনমূল সভাপতি শ্রী সৌরভ চক্রবত্তি,  পৌরপিতা শ্রী মোহন বোস,  তৃনমূলের যুব সভাপতি শ্রী সৈকত চ্যাটাজি সহ অনান্য তৃণমূল নেতা কর্মীরা। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বাবু ১৮ নং ওয়াড কমিটির পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য হিসেবে তুলে দেন। মৃতার স্ত্রী শ্রীমতী ভাস্বতী নন্দি জানান, আমার এক ছেলে রয়েছে, আর্থিক সাহায্যে তো সমাধান হবে না। পেয়ে কত দিন চলব। তাই স্থায়ী কোন কাজের ব্যবস্থা করে দিলে ছেলে নিয়ে সংসার চলবে। ভাস্বতী দেবীর অনুরোধ শুনে মন্ত্রী আস্বাস দেন পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হবার পর বিষয়টি দেখা হবে। এই বাড়ি থেকে বেরোনোর পথে মন্ত্রী গৌতম দেব বলেন,  আমরা এই পরিবারের পাশে রয়েছি। এদিন দলের পক্ষ থেকে সমবেদনা ও পরিবারের পাশে রয়েছি আমরা এই আস্বাস দিয়ে গেলাম। উল্লেখ্য, সোমবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন পেশায় দর্জি জলপাইগুড়ির কেরানীপাড়া এলাকার বাসিন্দা শিবেন্দ্র নন্দী। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতলে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!