ফালাকাটায় পথ দুর্ঘটনায় নিহত শিক্ষক, শোকের ছায়া এলাকা জুড়ে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৩রা ফেব্রুয়ারি ২০১৮: এক আকস্মিক পথ দুর্ঘটনায় মৃত্যু হ’ল ফালাকাটা নিম্নবুনিয়াদি স্কুলের (বেসিক স্কুল) প্রধান শিক্ষক শ্রী আশিস ভৌমিকের (৫৭)। মৃত্যু কালে আশিস বাবু রেখে গিয়েছেন এক মাত্র ছেলে ও স্ত্রীকে। ফালাকাটা শহরে দুর্ঘটনার কবলে পড়েন ওই প্রাথমিক শিক্ষক। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ রেশন নিয়ে বাড়ি ফেরার সময় ব্যাস্ততম ৩১ নম্বর জাতীয় সড়কে তাঁর সাইকেলের সামনে আচমকাই স্কুটি নিয়ে চলে আসেন এক মহিলা। ভারসাম্য রাখতে না পেরে রাস্তায় ছিটকে পড়েন আশিস বাবু। তখনই শিলিগুড়ি থেকে অসমগামী একটি দশ চাকার লরির নিচে পড়ে যান তিনি। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই শিক্ষকের বাঁ হাত ও পা। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে জলপাইগুড়ির তিস্তা সেতুর কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের পর আশিস ভৌমিকের মৃতদেহ সন্ধ্যায় ফালাকাটায় তাঁর মুক্তিপাড়ার বাড়িতে নিয়ে আসা হবে। ফালাকাটা থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছ। গ্রেপ্তার করা হয়েছে চালক ও তার সহকারীকে।