বন্ধু কে খুনের অপরাধে খুনি বন্ধু পেল যাবজ্জীবন কারাবাস দন্ড
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৩১শে জানুয়ারি ২০১৮: চা খেতে এসে বন্ধুর বাড়িতেই ধারালো অস্ত্র দিয়ে তাকে খুন করলো আরেক বন্ধু। এমনই অপরাধে মহিমুদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবনের সাজা দিল আদালত। বুধবার এই সাজা ঘোষণা করেন অ্যাডিশানাল ডিস্ট্রিক্ট সেশন জাজ-টু এর বিচারক কামালউদ্দিন। ঘটনার বিবরণে সরকারি আইনজীবি মহম্মদ হায়াত জানান, গত ২০১৬ সালের ৬ই এপ্রিল চোপড়া থানার বাতাসু গছ এর বাসিন্দা তমিজুদ্দিন এর বাড়িতে চা খেতে আসে তার বন্ধু ওই এলাকারই মহিমুদ্দিন। রান্না ঘরে তার স্ত্রী আনোয়ারা খাতুন চা বানাতে গেলে সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তমিজুদ্দিন কে খুন করে মহিমুদ্দিন পালিয়ে যায় বলে অভিযোগ। এদিন বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন এবং অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের কথা ঘোষণা করেন। অন্যদিকে ওই কেসের ৪৪৯ ধারায় আরও পাঁচ বছরের অতিরিক্ত কারাদণ্ড এবং পাঁচ বছরের জরিমানা ঘোষণা করেন বিচারক। অনাদায়ে দুই বছরের আরও অতিরিক্ত সাজার কথাও শোনান বিচারক।ওই মামলায় উনিশ জনের সাক্ষী গ্রহণ করার পর এদিন এই রায় ঘোষণা করে আদালত।